চায়ের সাথে বিস্কুটের বন্ধুত্ব বছর বছর ধরে চলে এসেছে। যদি সেটি হয় বেকারির বাটার কুকিজ তাহলে তো কথাই নেই। বাটার কুকিজ সাধারণত সফট এবং বাটারি স্বাদের হয়ে থাকে। প্যাকেটজাত বিস্কুট বা টোস্ট বিস্কুট কখনোই এমন নরম মোলায়েম হয় না। বেকারি স্বাদের বাটার কুকিজ ঘরে তৈরি করাও খুব সহজ। বাটার কুকিজ আরও স্বাস্থ্যকর বানাতে চিনির পরিমাণ কমিয়ে মধু ব্যবহার করুন। এতে এর স্বাদও বৃদ্ধি পাবে বহুগুণ।